Thursday, April 20, 2023

হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্ত্র সমূহ

কথিত আছে যে,হিন্দু ধর্মে এমন কিছু মন্ত্র রয়েছে। যা নিয়মিত স্তুতি করলে আপনার জীবন সুন্দর ময় হয়ে উঠবে। দুঃখ বেদনা লাগব করার একমাত্র উপায় হল ঈশ্বরের সান্নিধ্যে আসা, আর মন্ত্র হচ্ছে ঈশ্বরের কাছে যাবার একটি উপায়। মন্ত্রের দ্বারা আপনি ঈশ্বরকে সন্তুষ্টি অর্জন করতে পারেন। মন্ত্রের মাধ্যমে আপনার উন্নতি বেড়ে যাবে জীবনের দুঃখ হবে শেষ, সুখ দেখতে পারবেন। তাই আসুন আমরা নিয়মিত মন্ত্র উচ্চারণ করি এবং তা ব্যবহার করি, তাহলেই আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের মাঝে খুজে পাব.




হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্ত্র সমূহ

শ্রীগুরু প্রণাম মন্ত্র

অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।
 চক্ষু
 রুন্মীলিতং যেন ওঁতস্মৈ শ্রীগুরুবে নমঃ

অনুবাদ: অজ্ঞতার গভীর অন্ধকারে আমার জন্ম হয়েছিল, এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মীলিত করলেন। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি.

মৃত্যু সংবাদ শুনলে যে মন্ত্র বলতে হয়


দিব্যান লোকান্ স গচ্ছতু’

অনুবাদ : “তিনি দিব্যলোকে গমন করুন”


1 comment: